আমুদরিয়া নিউজ: নিয়োগ দুর্নীতিতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারক শুভেন্দু সাহা। আগামী মঙ্গলবার ইডির মামলায় চন্দ্রনাথের জামিনের আবেদনের রায় শোনাবেন বিচারক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল ইডি। শনিবার কলকাতার বিচারভবনে তার শুনানি হয়। সাত দিনের জন্য মন্ত্রীকে হেফাজতে চেয়েছিল ইডি। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল সম্পত্তি, তদন্তে অসহযোগিতা এবং প্রভাবশালী হওয়ার অভিযোগ তুলেছিল ইডি। তবে বিচারক জানিয়েছেন, আগামী মঙ্গলবার এই বিষয়ে রায় ঘোষণা করবে আদালত। এদিকে আদালত থেকে বেরিয়ে চন্দ্রনাথ সিনহা বলেন, “বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে।”
