আমুদরিয়া নিউজ : বাসর রাতে ঘরে ছিলেন বর বউ। বর দুধের গ্লাস হাতে নিয়ে বউয়ের ঘোমটা তুলে মুখ দর্শন করেন। বউ তো লজ্জায় লাল। কিছুই সে বলতে পারে না। তবে বউয়ের নজর দেওয়ালের দিকে যেতেই সে আঁতকে ওঠে। দেওয়ালে একটা টিকটিকি। বউ ততক্ষণাত বলে, ওঠে টিকটিকি, টিকটিকি। বরও শুনতে পেয়ে বিচলিত হয়ে পড়ে। তারা দুজনেই হাউমাউ করে চিত্কার চেঁচামেচি জুড়ে দেয়। ঘরের বাইরে বসে ছিলেন বরের মা বাবা। চিত্কার শুনে তাঁদের ভ্রু কুঁচকে যায়। তাঁরা নিজেদের মধ্যে বলাবলি শুরু করেন, আমরা মানুষ নয়, একটা পশুকে জন্ম দিয়েছি। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, কলিযুগে টিকটিকিতেও বাসর রাত ভঙ্গ করে।
