আমুদরিয়া ডেস্ক: টানা চতুর্থবার কানডার ক্ষমতায় আসতে চলেছে লিবারেল পার্টি। প্রধানমন্ত্রী হতে চলেছেন মার্ক কার্নে। বেশ কয়েকটি আসনে গণনা চলায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ এখনও করা হয়নি। তবে টানা চার বারের জন্য লিবারাল পার্টি যে ক্ষমতায় আসতে চলেছে, তা স্পষ্ট। কানাডায় মোট আসনসংখ্যা ৩৪৩। লিবারাল পার্টি ১৬০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। তবে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি জোট সরকার গঠন করতে হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কানাডার খলিস্তানপন্থী দল হিসাবে পরিচিত নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) শোচনীয় ফল করেছে। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন দলের প্রধান, ভারতীয় বংশোদ্ভূত জগমিত সিংহ।। প্রসঙ্গত, তিন মাস আগেও অবশ্য কানাডার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন ছিল। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে পদত্যাগ করেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দলের নতুন নেতা নির্বাচিত হন কার্নি। প্রসঙ্গত, ট্রুডোর আমলে ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলেও কার্নে নয়াদিল্লির প্রতি বন্ধুত্বের বার্তাই দেন। এই আবহে লিবারাল পার্টির ফের ক্ষমতায় ফেরায় দুই দেশের সম্পর্ক কোন খাতে বয়, সেই দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।