আমুদরিয়া নিউজ: সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে মুর্শিদাবাদে তৈরি হবে নয়া মহকুমা। মঙ্গলবার সুতির প্রশাসনিক সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ফরাক্কা, ধুলিয়ান, সুতি লোকসভা নির্বাচনে মালদার সাথে পড়ে। আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই জায়গাটায় প্রশাসনকে আরও শক্তিশালী করার জন্য সুতি, ধুলিয়ান ও ফরাক্কা নিয়ে নতুন মহকুমা অফিস তৈরি করা হচ্ছে। আশা করি এক মাস দেড় মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আপনাদের আর কষ্ট করে দূরে যেতে হবে না। বাড়ির কাছাকাছি সুতি, ধুলিয়ান ও ফরাক্কার মধ্যবর্তী কোনও স্থানে এই মহকুমা সদর দফতর তৈরি হবে।’
রাজনৈতিক মহলের মতে অত্যন্ত স্পর্শকাতর ওই এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়েছে। বর্তমানে রাজ্যের ২৩টি জেলায় ৬৯টি মহকুমা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মহকুমার সংখ্যা বেড়ে হতে চলেছে ৭০। বর্তমানে ধুলিয়ান, সুতি ও ফরাক্কা জঙ্গিপুর মহকুমার অন্তর্গত।