আমুদরিয়া নিউজ: এসআইআর শুরুর দিন অর্থাৎ ৪ নভেম্বর কলকাতায় মিছিল ডাকল তৃণমূল। মিছিলে হাঁটবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দেড়টার সময়ে রেড রোডে বিআর অম্বেডকরের মূর্তির সামনে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে মিছিল। অম্বেডকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। ওই মিছিল থেকে মমতা-অভিষেক কী বার্তা দেন, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে। এদিকে আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে হেল্পডেস্ক চালু করছে তৃণমূল। শুক্রবার বিএলএ-দের নিয়ে ভারচুয়াল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। একমাস ধরে ৬২০০টি হেল্পডেস্ক চলবে। এসআইআরের ফর্ম পূরণ বা অন্য কোনও সমস্যা হলে হেল্পডেস্ক থেকে সাহায্য করা হবে।