আমুদরিয়া নিউজ: ২০০৬ সালের ভয়াবহ মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকেই বেকসুর মুক্তি দিয়েছিল বম্বে হাই কোর্ট। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। প্রধান বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে আগামী বৃহস্পতিবার। ২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে লাগাতার বিস্ফোরণ হয়। প্রায় ১১ মিনিটের মধ্যে একের পর এক বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৮৯ জনের এবং জখম হয়েছিলেন ৮২৭ যাত্রী। সেই ঘটনায় ২০১৫ সালে নিম্ন আদালত ১২ জনকে দোষী সাব্যস্ত করেছিল। ৫ জনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই ১২ জনই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন। সোমবার হাইকোর্ট জানিয়েছে, ওই ১২ জনের বিরুদ্ধে কোনও অপরাধই প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা। তাই তাদের বেকসুর খালাস করা হচ্ছে। এবার বম্বে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করল মহারাষ্ট্র সরকার।