আমুদরিয়া নিউজ: প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান এবার মোট পাশের হার প্রায় ৮৬.৫৬ শতাংশ।
পর্ষদ সভাপতি জানিয়েছেন, প্রথম হয়েছে রায়গঞ্জের অদৃত সরকার। সে পেয়েছে ৬৯৬। দ্বিতীয় স্থানে আছে দু’জন। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (৬৯৪) এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলেরসৌম্য পাল (৬৯৪)। প্রথম দশে আছে ৬৬ জন। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি । পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি । পরীক্ষা শেষের প্রায় ৬৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল পর্ষদ।