আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন কিংবদন্তী বিজ্ঞাপন নির্মাতা পীযূষ পাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। পীযূষের হাত ধরে ক্যাডবেরি চকোলেট দেশবাসীর কাছে ‘কুছ খাস হ্যায়’ হয়ে উঠেছিল। ‘এশিয়ান পেন্টস’-এর বিজ্ঞাপন ‘হর খুশি মে রং লায়ে’, ‘ফেভিকল’-এর একাধিক বিজ্ঞাপন কিংবা ভোডাফোনের (তখন নাম ছিল হাচ) পাগ কুকুরের বিজ্ঞাপনের মতো অসংখ্য ‘মিথ’ হয়ে যাওয়া বিজ্ঞাপনের স্রষ্টা পীযূষ। পাশাপাশি ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের স্লোগান ‘অব কি বার, মোদি সরকার’ও তাঁরই সৃষ্টি। বিজ্ঞাপন দুনিয়ায় তাঁর অসামান্য কাজের জন্য ২০১৬ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।