আমুদরিয়া নিউজ: বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) প্রধান লালুপ্রসাদের জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে। সম্প্রতি আরজেডির চাপ বাড়িয়ে নয়া দল ঘোষণা করেন লালুর ত্যাজ্যপুত্র তেজপ্রতাপ। বিহারের বৈশালী জেলার মহুয়া বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন তেজ। গত ১৬ অক্টোবর নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একটি র্যালি করেন তেজ। তাতে তিনি নিজে যে গাড়িতে ছিলেন তাতে পুলিশের লোগো ছিল বলে অভিযোগ। আদর্শ আচরণ বিধি অনুযায়ী পুলিশের লোগো লাগানো গাড়ি ব্যবহার করার কথা নয় তেজ প্রতাপের। সেই কারণে তেজপ্রতাপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।