আমুদরিয়া নিউজ: বিহার নির্বাচনের আগে আরজেডির চাপ বাড়িয়ে নয়া দল ঘোষণা করলেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ। তেজপ্রতাপের নতুন এই দলের নামকরণ করা হয়েছে জনশক্তি জনতা দল বা জেজেডি। নির্বাচনী প্রতীক, ‘ব্ল্যাকবোর্ড’। সমাজ মাধ্যমে তেজপ্রতাপ জানিয়েছেন, ‘রাজ্যবাসী তাঁকে ভোটে জেতালে উন্নয়নের জোয়ারে ভাসবে বিহার। বিহারের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা নিবেদিত। আমাদের লক্ষ্য বিহারে সম্পূর্ণ পরিবর্তন এনে এক নয়া ব্যবস্থা নির্মাণ করা। বিহারের উন্নতির স্বার্থে দীর্ঘ লড়াইয়ের জন্যও আমরা সর্বতভাবে প্রস্তুত।’ ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে গত মে মাসে বড় ছেলে তেজপ্রতাপকে ত্যাজ্যপুত্র করেন লালুপ্রসাদ। শুধু তাই নয়, ৬ বছরের জন্য দল থেকেও বহিষ্কার করা হয় তাঁকে।