আমুদরিয়া নিউজ: তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে কমপাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে নজির গড়লেন জ্যোতি সুরেখা ভেন্নাম। শনিবার চিনের নানজিংয়ে আর্চারি বিশ্বকাপ ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্বের দু’নম্বর ইংল্যান্ডের এলা গিবসন। ১৫ বারই ১০ পয়েন্ট করে স্কোর করেন ভারতীয় তিরন্দাজ। বিশ্ব তিরন্দাজিতে এটাও একটা নজির। সব মিলিয়ে ১৫০ স্কোর করেন জ্যোতি। অন্যদিকে, এলার সংগ্রহ ছিল ১৪৫। তাঁর এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে দেশবাসী।