আমুদরিয়া নিউজ: লিখিত পরীক্ষায় বহু প্রার্থী প্রায় ৬০-এ ৬০, কারও ৫৯ নম্বর পেয়েও ইন্টারভিউ তালিকায় জায়গা পাননি। কিন্তু কম নম্বর পেয়েও অনেকে ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছেন। বেনিয়মের অভিযোগ তুলে করুণাময়ীতে এসএসসির নতুন চাকরিপ্রার্থীরা বিক্ষোভে নামেন এবং বিকাশ ভবনের দিকে মিছিল করে। অভিযোগকারীদের দাবি—অভিজ্ঞদের অতিরিক্ত ১০ নম্বর বাতিল করে ৩ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভার বৈঠক ডেকে ভেরিফিকেশন নতুন তালিকা প্রকাশ করতে হবে নইলে বড় আন্দোলন হবে।