আমুদরিয়া নিউজ: মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জেলই প্রাপ্য। নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর এমনই মনে করছেন জীবনের বাবা বিশ্বনাথ সাহা। তিনি জানালেন, বহুদিন ধরেই ছেলের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত। এমনকি জীবন জামিনে বেরোনোর পর থেকে নিজের বাড়িতে ঢুকতেও দেননি বাবাকে। বিশ্বনাথ বলেন, “আমার ছেলে জীবনের জেল দরকার। ও বিধায়ক হওয়ার পরেই বেআইনি উপায়ে অঢেল সম্পত্তি করেছে। আমাকেও বাড়িতে ঢুকতে দেয় না। থানায় জানিয়েছি, জেলা সভাপতি, এমনকি অনুব্রত মণ্ডলকেও জানিয়েছিলাম। কিন্তু সবাই জীবনের প্রশস্তিই গাইছে।” পুত্রের গ্রেফতারিতে কোনও দুঃখ নেই বলেই জানান বিশ্বনাথ। তাঁর কথায়, ‘‘ও আমার ক্ষতি করেছে। আমি চাই ওর শাস্তি হোক। ওই যদি কোনও শাস্তি না হয়, তবে সবচেয়ে বেশি ক্ষতি আমার। জীবন আমাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছে।’’ শুধু ছেলে নন, জীবনের পিসি তথা কাউন্সিলর মায়া সাহার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিশ্বনাথ। তাঁর অভিযোগ, “মায়ার বাড়িতেও ইডির তল্লাশি হওয়া দরকার। ওরাও প্রচুর বেআইনি সম্পত্তি করেছে। আগে কিছুই ছিল না, একটা মিষ্টির দোকান ছিল। সবই জীবনের বিধায়ক হওয়ার পর।”
