আমুদরিয়া নিউজ: জঙ্গি হামলার আশঙ্কায় জম্মু ও কাশ্মীরের সব জেলে বাড়ল নিরাপত্তা। সূত্রের খবর, জেলে জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কার কথা শুনিয়েছে গোয়েন্দা বিভাগ। তারপরঈ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ডিজি। জেলগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
শ্রীনগরের সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেল মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায়। এই দুই জেলে বন্দি রয়েছে বহু হাইপ্রোফাইল জঙ্গি ও তাদের সাহায্যকারী ‘ওভার গ্রাউন্ড ওয়ার্কার’। সূত্রের খবর তাদের মুক্ত করতেই জঙ্গিদের নিশানায় রয়েছে এই জেলখানা। জম্মু ও কাশ্মীরের সমস্ত জেলের নিরাপত্তার দায়িত্বে আগে ছিল সিআরপিএফ। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এই দায়িত্বে রয়েছে সিআইএসএফ।