আমুদরিয়া নিউজ : ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে দেশটির একাধিক সূত্র জানিয়েছে। সম্প্রতি ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভ বৃদ্ধি পাওয়ায় আমেরিকা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞদের মতে, যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তার প্রভাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে পড়তে পারে। সে কারণেই ইসরায়েল তার সামরিক ও গোয়েন্দা প্রস্তুতি জোরদার করেছে। অপরদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনো হামলার জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে অঞ্চলজুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।