আমুদরিয়া নিউজ: কলকাতা থেকে সরে গেল আইপিএল ফাইনাল। ৩ জুন ফাইনাল হবে আহমদাবাদে। মঙ্গলবার আইপিএল কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সমাজমাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার ও ৩০ মে এলিমিনেটর হবে পাঞ্জাবের মুল্লানপুরে। ১ জুনের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কলকাতায় বৃষ্টি হতে পারে, এই অজুহাতে ইডেন থেকে সরে গেল ফাইনাল। এ বার আইপিএল শুরুর সময়ে যে সূচি তৈরি হয়েছিল, তাতে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল দেওয়া হয়েছিল ইডেনে। দ্বিতীয় কোয়ালিফায়ারের তারিখ ছিল ২৩ মে। ফাইনাল ২৫ মে। ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে এক সপ্তাহ আইপিএল বন্ধ থাকার পর পরিস্থিতি বদলে গিয়েছে। আইপিএলের নতুন সূচি অনুযায়ী ফাইনাল ৩ জুন। সে দিন কলকাতায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সেই কারণেই ফাইনালের বল আর গড়াচ্ছে না কলকাতায়।