আমুদরিয়া নিউজ: দ্বিতীয় বাছাই চিনা প্রতিপক্ষকে উড়িয়ে বিশ্ব ব্যাডমিন্টনের কোয়ার্টারে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৫) উড়িয়ে দেন ভারতীয় তারকা। প্যারিসে প্রথম গেমে শুরুতেই এগিয়ে যান সিন্ধু। এক সময় ১১-৬ এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। তার পর অবশ্য ম্যাচে ফেরেন ওয়াং। তার পর টান টান লড়াই হচ্ছিল। কখনও ওয়াং এগোচ্ছিলেন, কখনও সিন্ধু। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ভারতীয় তারকা। এদিকে মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো।