আমুদরিয়া নিউজ : নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত Indian Visa Application Centre (IVAC) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার দুপুর ২টো থেকে কেন্দ্রটি বন্ধ করা হয়। যাঁদের ভিসা আবেদনের তারিখ ছিল, তাঁদের নতুন তারিখ পরে জানানো হবে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। বাংলাদেশ থেকে ভারতবিরোধী ও উস্কানিমূলক মন্তব্য, এমনকি ঢাকায় ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা ঘিরেও হুমকির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। বিষয়টি নিয়ে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে কূটনৈতিক প্রতিবাদও জানিয়েছে ভারত।
উল্লেখ্য, বাংলাদেশে ভারতের মোট ১৬টি ভিসা কেন্দ্র রয়েছে, যেখান থেকে বছরে প্রায় ২২ লক্ষ ভিসা ইস্যু করা হয়।