আমুদরিয়া নিউজ: আয়ারল্যান্ডে এক ভারতীয় যুবককে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে ওই ভারতীয় ব্যক্তিকে মারধর করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়। একদল দুষ্কৃতী বছর চল্লিশের ওই ভারতীয় যুবকের উপর চড়াও হয়। অভিযোগ, রাস্তাতেই তাঁকে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। এরপরই হামলাকারীরা সেখান থেকে চম্পট দেয়। পরে রক্তাক্ত অবস্থায় ওই ভারতীয়কে সেখান উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি শিশুর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। যদিও সেই দাবি মানতে নারাজ আয়ারল্যান্ড পুলিশ। তাদের মতে, এটা বর্ণবিদ্বেষের ঘটনা। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নিন্দা করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘‘আশা করব দোষীরা শাস্তি পাবে।’’
