আমুদরিয়া নিউজ: নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। বৈঠক শেষেই রুবিও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেন, “ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, ওষুধ, গুরুত্বপূর্ণ খনিজ-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য চালিয়ে যেতে ভারত-আমেরিকা আগের মতোই একসঙ্গে কাজ করবে। কোয়াডেও দুই দেশ একে অপরের কাজ করবে।” অন্যদিকে জয়শঙ্করও সমাজ মাধ্যমে লিখেছেন, “নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা হল। আমাদের আলোচনায় উঠে এসেছে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক নানা ইস্যু। অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে স্থায়ী যোগাযোগের গুরুত্বের বিষয়ে আমরা একমত হয়েছি।”
