আমুদরিয়া নিউজ: রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব গেল পুরোপুরি। টেস্টের পর ওয়ানডে ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব উঠল শুভমান গিলের কাঁধে। চলতি মাসেই সাদা বলের ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত। সেখানে তারা তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। শনিবার বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলী দুই সিরিজের জন্যই দল ঘোষণা করেছে। টি-টোয়েন্টির অধিনায়ক সূর্যকুমার যাদব থাকলেও একদিনের সিরিজের নেতৃত্ব দেবেন শুভমান গিল। সহ-অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। তবে একদিনের দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
ভারতের এক দিনের দল: শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।
ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিংহ এবং ওয়াশিংটন সুন্দর।