আমুদরিয়া নিউজ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ওমানে ভারত ও ওমানের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের কথা জানান। মাস্কাটে ভারত–ওমান বিজনেস সামিটে তিনি বলেন, এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। সিইপিএ-র মাধ্যমে বহু পণ্যের উপর শুল্ক কমানো বা তুলে নেওয়া হবে, ফলে বাণিজ্য বাড়বে। পরিষেবা ও বিনিয়োগ ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।