আমুদরিয়া নিউজ: ভারতীয় সেনা এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে চিনের দু’টি সরকারি প্রচারমাধ্যমের এক্স হ্যান্ডেল নিষিদ্ধ ঘোষণা করল ভারত। নিষিদ্ধ করা হয়েছে চিনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইম্স’ এবং সংবাদ সংস্থা ‘শিনহুয়া’র এক্স হ্যান্ডেল। পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয় নাগরিককে হত্যার পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ভারত। এই হামলা নিয়েই চিনা মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
মঙ্গলবারই ‘গ্লোবাল টাইম্স’কে সতর্ক করেছিল চিনের ভারতীয় দূতাবাস। বলা হয়েছিল, ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার হামলা সংক্রান্ত বিষয় নিয়ে সমাজমাধ্যমে কোনও তথ্য প্রকাশ করার আগে তা যেন যাচাই করে নেওয়া হয়।এদিকে শুধু চিনের দুই প্রচারমাধ্যমই নয়, তুরস্কের সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’-এর এক্স হ্যান্ডলও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ভারতে।