আমুদরিয়া নিউজ : মাদ্রাজ হাইকোর্টের নতুন রায় অনুযায়ী, যদি সন্তান বা কাছের আত্মীয়রা তাঁদের বয়স্ক বাবা মায়ের যত্ন নিতে ব্যর্থ হয় তবে বাবা মায়েরা তাঁদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন। বিচারপতি এস এম সুব্রহ্মণ্যম এবং কে রাজশেখরের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ প্রয়াত এস নাগলক্ষ্মীর পুত্রবধূ এস মালার দায়ের করা এমনই এক আপিল খারিজ করে দেয়।
