আমুদরিয়া নিউজ: লর্ডস টেস্টের প্রভাব পড়ল আইসিসি ব্যাটারদের ক্রমতালিকাতে। রান না পাওয়ায় আইসিসি ক্রমতালিকায় পতন হল শুভমন গিলের। লর্ডসে প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মোট ২২ রান করায় ক্রমতালিকায় ৬ থেকে ৯ নম্বরে নেমেছেন ভারত অধিনায়ক। পতন হয়েছে যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থেরও। লর্ডসে দুই ইনিংস মিলিয়ে ১৩ রান করায় ৪ থেকে ৫ নম্বরে নেমেছেন ভারতের ওপেনার। দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান করা পন্থও নেমেছেন। ক্রমতালিকায় ৭ থেকে ৮ নম্বরে নেমেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। শীর্ষস্থানে ফিরে এসেছেন জো রুট। লর্ডসে সেঞ্চুরির সৌজন্যেই এই উন্নতি। তেমনই শীর্ষে থাকা হ্যারি ব্রুক নেমে গিয়েছেন তিন নম্বরে। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাডেজাও।