আমুদরিয়া নিউজ : এবার হাই স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে ফ্রান্স, ফিনল্যান্ড। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, জুনিয়র স্কুলগুলিকে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। এবার হাই স্কুলে তা কার্যকর হবে। ফিনল্যান্ডও প্রাথমিক ও হাই স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করেছে। আগামী বছর থেকে তা কার্যকর হবে। প্রয়োজনে মোবাইল ব্যবহার করা যেতে পারে। তবে আগাম স্কুলকে ঠিক করতে হবে কেন মোবাইল ব্যবহার হবে। এর আগে দক্ষিণ কোরিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করেছে সে দেশের সরকার। এই সিদ্ধান্ত ২০২৬ সাল থেকে কার্যকর হবে।