আমুদরিয়া নিউজ: নেপালে ফের ‘জেন জ়ি’ বিক্ষোভ! গত কয়েক দিন ধরেই নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপালের নেতা-কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ চলছিল জেন জ়ি বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার বেলা বাড়তে নেপালের বরা জেলার সিমারায় সমবেত হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। সিমারা এবং সংলগ্ন এলাকায় কার্ফু জারি করা হয়। দুপুর ১২টা ৪৫ থেকে জারি হওয়া এই কার্ফু সন্ধ্যা ৮টা অবধি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।