আমুদরিয়া নিউজ: চাকরির পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়া তরুণীকে চলন্ত অ্যাম্বুল্যান্সে গণধর্ষণ! অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বিহারে। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ২৪ জুলাই বৌদ্ধ গয়ায় হোমগার্ড নিয়োগের পরীক্ষা ছিল। পরীক্ষায় দৌড়োনোর পর্বে জ্ঞান হারান ওই তরুণী। এরপরই তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অভিযোগ, চলন্ত অ্যাম্বুল্যান্সে তরুণীকে গণধর্ষণ করা হয়। এরপরই শুক্রবার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অ্যাম্বুল্যান্স চালক বিনয় কুমার এবং অন-ডিউটি টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।