আমুদরিয়া নিউজ: ২৯৯ জনকে ধর্ষণের অভিযোগে ৭৪ বছরের ফরাসি শল্যচিকিৎসক জোয়েল লে স্কুয়ারনেকের ২০ বছরের জেলের সাজা শোনাল সেদেশের আদালত। সংবাদ মাধ্যম সূত্রে খবর ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন জোয়েল। সেই সময়ে তিনি অন্তত ১১১ জন শিশু ও কিশোর-কিশোরীকে ধর্ষণ এবং ১৮৮ জনের উপর যৌন নির্যাতন করেছিলেন বলে প্রমাণ পেয়েছে আদালত। এদের মধ্যে ২৫৬ জন ১৯৮৯ থেকে ২০১৪ সালের মধ্যে পশ্চিম ফ্রান্সের ১৫টি হাসপাতালে জোয়েলের কাছে চিকিৎসাধীন ছিল। অধিকাংশ ক্ষেত্রে জোয়েল মাদক বা চেতনানাশক ওষুধ দিয়ে আচ্ছন্ন করে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ। চার মাসের বিচারপর্বের পরে গত সোমবার আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন জোয়েল। বুধবার সাজা ঘোষণা করেছে আদালত। গত মার্চ মাসেই জোয়েলের আইনজীবী আদালতের সামনে তাঁর মক্কেলের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন।
 
			 
					 
		 
		 
		 
		