আমুদরিয়া নিউজ : ডাইনোসর যুগে বহু প্রাণীরা হারিয়ে গিয়েছিল। সেখান থেকে তাদের সন্ধান পাওয়া গিয়েছে নানা ধরণের জীবাশ্ম বা ফসিল থেকে। এবার তেমনই এক ফসিলের সন্ধান দিল ১১ বছরের একটি বালিকা। ইংল্যান্ডের পশ্চিম সমুদ্র তীরে প্রতিদিনের মতো ঘুরছিল মেয়েটি। তারপর হঠাৎ করে সে দেখে ফেলে বিরাট আকারের একটি জলের প্রাণী মৃত অবস্থায় তীরে এসেছে। এরপর সে যখন সেখানে মানুষদের ডেকে নিয়ে আসে তখন দেখা যায় এই বিরাট প্রাণীটির মুখটি প্রায় সাড়ে ছয় ফুট চওড়া। বিশেষজ্ঞরা মনে করছেন এটি ২০২ মিলিয়ন বছর আগের একটি প্রাণীর ফসিল। যেটি ট্রায়াসিক পিরিয়ডের। তবে কীভাবে এই প্রাণীর ফসিল সমুদ্রতীরে এল তা নিয়ে চিন্তিত সকলেই। তাহলে কী এটি এত বছর ধরে জলের তলায় ছিল ? সেটি সমুদ্র পাড়ে এল কীভাবে এল তাও এখন সব থেকে বড় প্রশ্ন।
 
			 
					 
		 
		 
		 
		