আমুদরিয়া নিউজ: সরকারি অর্থে বিদেশ ভ্রমণের অভিযোগে গ্রেফতার হলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। শুক্রবার তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে শ্রীলঙ্কার ফৌজদারি তদন্ত বিভাগ( ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁর স্ত্রী মৈথ্রী বিক্রমসিঙ্ঘকে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার করেছিলেন বিক্রমসিঙ্ঘে। সরকারি তহবিল ব্যবহার করে ইংল্যান্ড গিয়েছিলেন। বিক্রমসিঙ্ঘের স্ত্রী মৈত্রী বিক্রমসিঙ্ঘে পেশায় এক জন অধ্যাপক। প্রবীণ ওই রাজনীতিক দাবি করেছিলেন, ব্যক্তিগত সফরের যাবতীয় ব্যয় বহন করেছেন তাঁর স্ত্রী। কিন্তু সিআইডি তদন্তে উঠে এসেছে সরকারি অর্থ ব্যয় করেই ওই সফর করেছিলেন বিক্রমসিঙ্ঘে। এমনকি ব্রিটেন সফরে তাঁর দেহরক্ষীদের বেতনও দেওয়া হয়েছিল সরকারি কোষাগার থেকে। জানা গিয়েছে, বিক্রমসিঙ্ঘেকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেটে হাজির করানো হবে। ২০২২ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে বসেন বিক্রমসিঙ্ঘে। ২০২৪ সালের ভোটে অবশ্য আর পুনর্নির্বাচিত হতে পারেননি তিনি।
