আমুদরিয়া নিউজ : নাইজেরিয়ার বোর্নো রাজ্যের মাইডুগুরিতে বুধবার সন্ধ্যায় নামাজের সময় মসজিদে একটি বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে মসজিদে ধোঁয়া ও তীব্র শব্দ ছড়িয়ে পড়ে। সন্ধ্যার নামাজের সময় মসজিদটি পূর্ণ ছিল। বিস্ফোরণের ফলে কমপক্ষে ৫-৭ জন নিহত হয়েছে এবং আরও অনেক মানুষ গুরুতর আহত হয়েছে। এখনও পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণে কতজন হতাহত হয়েছে বা সরকারি কোনো মন্তব্য প্রকাশ হয়নি এখনও। শহরটি দীর্ঘদিন ধরেই বোকো হারাম ও আইএসডব্লিউএপি বিদ্রোহীদের সহিংসতার ঝড়ের মুখে রয়েছে।