আমুদরিয়া নিউজ : একই রাতে ভিন্ন সময়ে জাপান ও মায়ানমারে প্রবল ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ জাপানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৩০ জন জখম হয়েছেন। প্রায় ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭ দশমিক ৫। কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওই রাতেই মায়ানমারে হলকা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩ দশমিক ৭।