আমুদরিয়া নিউজ: ভূমিকম্পে কাঁপল রাশিয়ার কুরিল দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয়ের উপরে। ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল রাশিয়ার কুরিল দ্বীপের পূর্বপ্রান্ত। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৩২ কিমি গভীরে। এদিনের ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। উল্লেখ্য, গত মাসে রাশিয়ার কামচাটকায় ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল ৮.৮। ওই ভূমিকম্পের পরে রাশিয়া ও জাপানে সুনামি পরিস্থিতি তৈরি হয়েছিল।
