আমুদরিয়া নিউজ: দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শবরীমালা মন্দির পরিদর্শনে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির শবরীমালা সফর নিশ্চিত করেছেন ত্রাভাঙ্কর দেবস্বম বোর্ডের প্রধান পি এস প্রশান্ত। আগামী ১৯ মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্দির পরিদর্শন করবেন। ১৮ মে থেকে দু’দিনের কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। সফরের প্রথমদিন অর্থাৎ ১৮ মে কোয়াট্টম জেলায় একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। পরের দিন ১৯ মে মন্দিরে যাবেন বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপতির এই সফরের বিষয়টির নজরদারিতে রয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)। শবরীমালা মন্দির ভারতের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ ফুট উচ্চতায় পশ্চিমঘাট পর্বতমালার উপর অবস্থিত শবরীমালা মন্দির। মন্দিরের দেখভালের দায়িত্বে রয়েছে ত্রাভাঙ্কর দেবস্বম বোর্ড ৷ রাষ্ট্রপতির সফর নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ৷ দেবস্বম বোর্ডের সভাপতি পিএস প্রশান্ত বলেন, “এটাই প্রথম যখন কোনও রাষ্ট্রপতি শবরীমালা মন্দির পরিদর্শন করবেন। তবে তিনি হেঁটে মন্দিরে যাবেন না গাড়িতে করে পৌঁছবেন, সে বিষয়ে SPG সিদ্ধান্ত নেবে। আমরা তাদের নির্দেশ মতো সমস্ত ব্যবস্থা করব।”