আমুদরিয়া নিউজ : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে যেন অনড়। সংবাদ সংস্থার সূত্র দাবি করেছে, গ্রিনল্যান্ডকে চিন ও রাশিয়ার হাত থেকে রক্ষা করতেই সেটা নাকি দখল করতে হবে আমেরিকাকে। তবে ট্রাম্প একইসঙ্গে বলেছেন, তিনি চিন ও রাশিয়ার নাগরিকদেরও ভালবাসেন। কিন্তু গ্রিনল্যান্ড চিন-রাশিয়ার প্রতিবেশী হোক তা তিনি চান না।