আমুদরিয়া নিউজ: এবার ন্যাটো দেশগুলিকে রুশ তেল কেনা বন্ধের জন্য সরাসরি আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ন্যাটোর সদস্য দেশগুলি রুশ তেল কেনায় তিনি ‘আতঙ্কিত’। আরও বলেন, “এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে”। ন্যাটো সদস্যদের লেখা এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘সব ন্যাটো দেশ সম্মত হলে আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাঁদেরকেও একই কাজ করতে হবে। পাশাপাশি, সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।” ন্যাটো ট্রাম্পের বিশ্বাস দেশগুলি রুশ তেল কেনা বন্ধ করলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হবে। পাশাপাশি চিনের উপর উচ্চহারে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি ন্যাটো দেশগুলি চিনের উপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপাবে। যদিও যুদ্ধ শেষ হলে সেই শুল্ক প্রত্যাহারও করা হবে।”
