আমুদরিয়া নিউজ: সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। শুক্রবার দুপুর ২টো নাগাদ হঠাৎ টেকনোপলিসের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দও শুনতে পান স্থানীয়রা। আগুন মুহূর্তে কারখানার বাকি অংশে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানিয়েছেন পরিস্হিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কয়েকদিন আগেই কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১৪ জন। তার রেশ কাটতে না কাটতেই ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।