আমুদরিয়া নিউজ: দিওয়ালির পর দু’দিন কেটে গেলেও দূষণের হাত থেকে রেহাই মেলেনি দিল্লিবাসীর। বুধবার সকালেও দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৪৫। যা ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পড়ে। শহরের মোট ৩৮টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে ৩৪টিই রয়েছে ‘রেড জ়োন’-এ। বেশির ভাগ এলাকাতেই বাতাসের গুণমান ‘খুব খারাপ’ থেকে ‘ভয়ানক’ পর্যায়ে। পঞ্জাব বাগ এবং ওয়াজ়িরপুরে বাতাসের গুণমান ৪০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বুধবার সকাল থেকেই রাজধানীর বেশির ভাগ এলাকা ঢেকেছে ধোঁয়াশার পুরু আস্তরণে। দীপাবলি-পরবর্তী দূষণ ঠেকাতে প্রতি বছরের মতো এ বারও আগে থেকেই নানা পদক্ষেপ করা হয়েছিল দিল্লিতে। শর্তসাপেক্ষে সবুজ আতশবাজি তৈরি এবং বিক্রির অনুমতি দিয়েছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু আদৌ কি রাজধানীবাসী সেই নির্দেশ মান্য করেছে? উঠছে প্রশ্ন।