আমুদরিয়া নিউজ : মৃত ঘোষণার পর বেঁচে রইলেন মহারাষ্ট্রের থানের এক ব্যক্তি। উলহাসনগরে হৈচৈ। এক ক্যান্সার, ডায়াবেটিস ও জন্ডিসের রোগীকে শিবনেরি নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার ডাক্তার মাত্র কয়েক মিনিট দেখে তাঁকে ‘মৃত’ ঘোষণা করে মৃত্যুর শংসাপত্র দিয়ে দেন। পরিবার দেহ বাড়িতে নিয়ে এসে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই দেখা যায়, তাঁর বুক ওঠানামা করছে। তৎক্ষণাৎ তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালের চিকিৎসকেরা জানান, তিনি তখনও বেঁচে রয়েছেন। বর্তমানে ৬৪ বছরের অভিমন গিরধার তাইয়ার নামের ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল। ঘটনাটি ঘটে ১২ জুন রাতের। ঘটনার পর চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উলহাসনগর পুরসভা। তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এটি ‘লাজারাস সিনড্রোম’ নামের একটি বিরল অবস্থাও হতে পারে। এই অবস্থায় কেউ ‘মৃত’ ঘোষণা হওয়ার পরও হঠাৎ প্রাণ ফিরে পায়।