আমুদরিয়া নিউজ : ভরদুপুরে নির্জন চার্চের মধ্যে কম্বল মুড়ি দিয়ে যৌনমিলনের অভিযোগে এক দম্পতিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রায় সাত মাস আগে তাঁদের পুলিশ ধরে। শনিবার তাদের সাজা ঘোষণা হয়েছে। ইংল্যান্ডের বেলফাস্টের হাই স্ট্রিটের সেন্ট জর্জ প্যারিস চার্চের পবিত্র স্থান থেকে দুজনকে ধরা হয়েছিল। সাজাপ্রাপ্তদের নাম হল, ক্যারল পিওটর বিয়ার্নাসিক (৪৩) এবং অ্যাড্রিয়েন সার্জেনর (৩৫)। কে ধরা পড়েছে। দুজনেই প্রচুর মদ খেয়ে ছিল বলে অভিযোগ। একজন ধর্মপ্রাণ ব্যক্তি তাদের পবিত্র স্থানে যৌনতা করতে নিষেধ করলেও তারা শোনেনি। এর পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দুজনকে ধরে।
