আমুদরিয়া নিউজ : মহারাষ্ট্রে মসজিদের মধ্যেই দুষ্কৃতীর ছুরির আঘাতে খুন হলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি ও বরিষ্ঠ নেতা হিদায়াতুল্লা প্যাটেল। ঘটনাটি ঘটেছে অকোলা জেলার মোহালা গ্রামের জামা মসজিদে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১.৩০টা নাগাদ নামাজ পড়ে বেরোনোর সময় আচমকা তাঁর উপর হামলা চালায় এক যুবক। ঘাড় ও বুকে এলোপাথাড়ি ছুরির কোপে গুরুতর আহত হন ৬৬ বছর বয়সি এই কংগ্রেস নেতা। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও বুধবার সকালে মৃত্যু হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ ২২ বছর বয়সি অভিযুক্ত উবেদ খানকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করা হচ্ছে।