আমুদরিয়া নিউজ : ইন্দোরে ভগীরথপুরা ও সংলগ্ন এলাকায় দূষিত জল পান করার ফলে একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং সরকারি সূত্র অনুযায়ী অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জ্ঞানেশ্বর পাটিল বলেন, সরকার সবকিছু একা করতে পারে না। পরিষ্কার জল পাওয়ার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে। তাঁর মতে, মানুষকে নিজেদের জলাধার, ট্যাঙ্ক ও পাইপলাইনের পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে এবং কোনও সমস্যা হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেস। তাদের অভিযোগ, নিরাপদ পানীয় জল সরবরাহ করা সরকারের মৌলিক দায়িত্ব। এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং মৃতদের পরিবারের প্রতি অসম্মানজনক বলে তারা দাবি করেছে।