আমুদরিয়া নিউজ : চিন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংযের প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছে। চিন বলেছে, তিনি ভারত-চিন সম্পর্কের উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছেন। এমনকী, উদ্বেগজনক সীমানা সমস্যা সমাধানের জন্য যে মূল চুক্তি সেটাও তাঁর আমলেই হয়েছে।
চিনের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং প্রখ্যাত অর্থনীতিবিদ ছিলেন মনমোহন সিং। ভারত-চিন সম্পর্কের উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছিলেন বলেও চিন উল্লেখ করেছে। চিনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিং মিডিয়াকে বলেছেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন চিন ও ভারত শান্তি ও সমৃদ্ধির জন্য কৌশলগত এবং সহযোগিতামূলক পার্টনারশিপ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিল। এবং ভারত-চিন সীমান্ত নিয়ে থাকা নানা প্রশ্ন নিষ্পত্তির জন্য একটি চুক্তিতে পৌঁছেছিল দু-দেশ।