আমুদরিয়া নিউজ : তাইওয়ানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চিন জাপানের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। চিনের বাণিজ্য মন্ত্রক বলেছে, তাইওয়ান সম্পর্কে জাপানের “ভুল” বিবৃতির পরিপ্রেক্ষিতে তারা তথাকথিত দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য, যার সামরিক প্রয়োগ রয়েছে, সেগুলোর রপ্তানি নিষিদ্ধ করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে বাণিজ্য মন্ত্রক বলেছে, এই নিষেধাজ্ঞা “জাতীয় নিরাপত্তা রক্ষা” করার উদ্দেশ্যে জারি করা হয়েছে এবং এটি এমন সমস্ত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে যা জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে পারে। জাপানের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, তারা চিনের কাছে প্রতিবাদ জানিয়েছে এবং এই পদক্ষেপগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে। প্রসঙ্গত, বেজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তাইওয়ানের জলসীমায় চিনের সামরিক মহড়া জাপান সমালোচনা করেছে। তাঁর পরিপ্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা বলে মনে করা হচ্ছে।