আমুদরিয়া নিউজ : দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। এদিন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। গতকাল প্রধান বিচারপতি হিসেবে মেয়াদ শেষ হয় ডি. ওয়াই চন্দ্রচূড়ের। এরপর আজ নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না।
শপথ নেবার পর প্রধান বিচারপতি ও রাষ্টপতি একে অপরকে হাত জোড় করে নমস্কারের মাধ্যমে সৌজন্য বিনিময় করেন। সেখানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে হাত জোড় করে নমস্কার করে সৌজন্য দেখান প্রধান বিচারপতি।