আমুদরিয়া নিউজ: গত ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে বলেছিল হাই কোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গেল কেন্দ্রীয় সরকার। রাজ্যে গত তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে। এমনকি এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ আটকে রেখেছে কেন্দ্র সরকার। যা নিয়ে সরব বাংলার শাসকদল তৃণমূল। যদিও কেন্দ্রের অভিযোগ, বিপুল দুর্নীতি হয়েছে এই প্রকল্পে। প্রকৃত সুবিধাভোগীদের টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে, মৃতদের নামেও তোলা হয়েছে অর্থ, এমনকি খাতায় কলমে প্রকল্প দেখিয়েও টাকা তোলা হয়েছে। এই নিয়ে চলতি বছর জুন মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ‘রাজ্য সরকারকে ১০০ দিনের কাজের দুর্নীতি রুখতে যে কোনও শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে ১০০ দিনের কাজ পুনরায় শুরু করতে হবে। প্রকল্পটিকে বন্ধ করে রাখা যাবে না।’ এই কাজের মাধ্যমেই দারিদ্রসীমার নিচে থাকা বহু মানুষের রোজগার হয়। জনস্বার্থে এই কাজ চালু রাখা জরুরি। সোমবার হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
