আমুদরিয়া নিউজ: চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর জি কর মেডিক্যালেই ! বুধবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোকে রাজ্য সরকারের তরফে রায়গঞ্জে বদলি করা হয়েছিল। আর এই সিদ্ধান্তের পরই রাজ্যের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত। তাতেই বড় জয় পেলেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে আরজি করে পোস্টিং দিতে হবে এবং নির্ধারিত সময়ে নিয়োগপত্রও দিতে হবে রাজ্যকে। আদালতের পর্যবেক্ষণ, যে প্রক্রিয়ায় রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল সেটা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে, অনিকেতকে রায়গঞ্জে বদলি রাজ্যের ‘সিরিয়াস’ ভুল বলেও পর্যবেক্ষণ হাইকোর্টের।
