আমুদরিয়া নিউজ : ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপড়েনের মধ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য কলকাতা হাইকোর্টের। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, গরিব মানুষই এই প্রকল্পে কাজ করেন, তাই তাঁদের প্রাপ্য টাকা দ্রুত দেওয়া জরুরি। দুর্নীতির অভিযোগ থাকলেও শ্রমিকদের টাকা আটকে রাখা ঠিক নয় বলে তিনি জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে দ্রুত বকেয়া টাকা ছাড়ার দাবি করা হয়। অন্যদিকে কেন্দ্রীয় পক্ষ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলে। আদালতের এই মন্তব্যকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে শাসকদল। বিজেপি অবশ্য রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনড় রয়েছে। এখন দেখার, হাইকোর্টের পর্যবেক্ষণের পর কেন্দ্র বকেয়া টাকা ছাড়ে কি না।