আমুদরিয়া নিউজ: অবশেষে বাড়ি ফিরলেন পাকিস্তানের হাতে বন্দি থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার পূর্বা এক্সপ্রেসে হাওড়ায় ফিরেছেন তিনি। দেশে ফেরার ৯ দিন পর নিজের বাড়ি ফিরলেন তিনি। এদিন হাওড়া স্টেশনে পৌঁছোতেই ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় বীর জওয়ানকে। বিএসএফ কনস্টেবল বলেন, ‘‘আপনাদের সকলকে ধন্যবাদ। সকলের আশীর্বাদে দ্বিতীয় জন্ম হল আমার। পরিবারের সকলকে দেখতে পেলাম।’’ বাড়ি ফেরার আগে পূর্ণম আরও বলেন, ‘‘আমাদের জওয়ানদের ভয় পেতে নেই। আমাদের দিনরাত এক করে সীমান্ত পাহারা দিতে হয়। আমরা ভয় পেলে দেশবাসীর কী হবে! আমি ভয় পাইনি। তবে বাড়ির জন্য চিন্তা হয়েছিল।’’ গত ২৩ এপ্রিল, ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটকে পড়েন পূর্ণম কুমার সাউ। ভারতের প্রবল কূটনৈতিক চাপে আটক জওয়ানকে ২২ দিন পর ফেরাতে বাধ্য হয় পাকিস্তান। গত ১৪ মে, ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে।